Bangla Premer Kobita 2021 – Today we are sharing with you some Bangla Premer Kobita, Bangla Romantic Premer Kobita, Bangla Premer Kobita in Bangla font, Bangla Premer Koster Kobita, Romantic Bangla Kobita, Choto Premer Kobita, Sad Premer Kobita, Bangla Choto Kobita Sms, Bangla Valobasar Kobita, BanglaValobasar Kobita for Girlfriend & Boyfriend. Here are some best Bangla Premer Kobita for your love.
Table of Contents
Bangla Premer Kobita
চাইলেই কি পাওয়া যায়।
ফুলের মতো মনটা।।
ভোমরা হয়ে যদি তোমরা ।
খেয়ে যাও মধুটা।।
তোমার মতো ছেলে দেখিনি
মেয়ে পাগল এত।।
আমায় নিয়ে মরছ কেন,
মেয়ে আছে কত।।
বয়স তো আমার কম হল না
করছো না কেন বিয়ে।
মিছেই তুমি স্বপ্ন দেখ
আমায় তুমি নিয়ে।।
নানা রঙের মায়া দিয়ে
বুনেছি আমি জাল।
সেই জালেতে বেঁধে তোমায়
কাছে রাখবো চিরকাল।।
Read More: Bengali Sad Shayari
জানতে কি চেয়েছ
এ মনের কথা।
যত না দিলে ভালোবাসা
বেশি দিলে ব্যথা।।
এমনি ভাবে কত তুমি
খেলবে লুকোচুরি।
যা ছাইবে দেব ওগো
আমার যা আছে সব তোমারই।।
চাইনি তোমার আমি
টাকা আর পয়সা
চেয়েছি শুধু যে
তোমার ভালোবাসা।।
নাই–বা-দিলে আমায় তুমি
ভালোবাসার দাম।
প্রেমের জ্বালা বুঝবে
একদিন তা জানতাম।।
ছেলীর আর বিশ্বাস নেই,
এরা বহুরূপী।
মন নিয়ে খেলা করা
এটাই এদের রীতি।।
সবার মত আমায় তুমি
ভাবলে কি ভাবে।
অন্য মেয়ের মত নই
একটু জেনে নেবে।।
স্বপ্ন কখনো দেখনা
আমাকে নিয়ে।
অন্যের সাথে যাব চলে
তোমায় ফাঁকি দিয়ে।।
Read More: Bengali Love Shayari
এই মনটা কেমন করে
দেব তোমাকে।
যাকে বেসেছি ভালো,
দিয়েছি মন তাকে।।
ছেলেরা হল ভোমরা
খেতে চায় মধু।
কেমন করে মেয়েদের মনে
তাঁরা করে যাদু।।
প্রেম আর কবে করবে
বয়স হল আশি।
জীবনটা প্রেম বিনা
রয়ে যাবে নাকি।।
পিছু-পিছু ঘুরলে কি
প্রেম হয়ে যায়।
কাছে এসে ভালোবাসি
বললে মন পাওয়া যায়।।
New Bengali Love Poem
New Bengali Love Poem
সাগরে ঢেউ আজ
তুলেছ আমার বুকে।
এ ভালোবাসা তোমার
পাগল করেছে আমাকে।।
প্রথম যে দিন তুমি
এলে জীবনে।
সেদিন থেকে আমি
মেনেছি তোমায় স্বামী বলে।।
হিন্দি ছবির নায়ক হবে,
দেখে মনে হয়।
তাই বুঝি ফ্যাশান কর
লুঙ্গি আর জামায়।।
তোমার কাছে যেতে
হৃদয় আমার কাঁপে।
বিয়ে ছাড়া এত কাছে
আসা কি ঠিক হবে।।
কৃষ্ণ হওয়ার থাকে যদি মন,
বৃন্দাবনে যাওনা চলে।
প্রেমের ঠেলা বুঝবে চাঁদু
যাবে যখন জেলে।।
Read More: Bengali Sad Shayari
সব কথা বল না আজ
কাল আবার, বলবে।
সব দেখে ফেল না এখন
পরে আবার দেখবে।।
Bangla Premer Koster Kobita
কি করে ভুলবো তোমায়
আছ এই হৃদয় জুড়ে।
ভালোবাসা পাবে না সে
বিয়ে করবে যারে।।
জানি তুমি প্রেম সাগরে
ডুবে মরেছ।
তার সাথে বল কেন
আমায় মেরেছ।।
সত্যি করে বল আমায়
ভালোবাসো কত?
ভেবো না তো অন্য কিছু
বাজে ছেলের মতো।।
বিয়ের সময় ছেলেরা
বলে কত সুন্দর কথা।
স্বামী হয়ে দেখে অন্য মেয়েকে
বউকে দেয় ব্যথা।।
আজ আমি গরীব বলে,
ছেড়ে দিলে তুমি।
বড় লোকের হাত ধরে
পর হলে তুমি।।
তুমি যদিও গরীব
ভালোবাসা তোমার সচ্চা।
খাবে দাবে শুয়ে থাকবে,
আর করবে বাচ্চা।।
ভালোবাসি আমি,
ভালবাস তুমি
পৃথিবীতে দুটি কথা,
তুমি আর আমি।।
মসজিদে আল্লা,
চার্চে যীশু।
আমার মন মন্দিরে আছে,
তোমারই নাম শুধু।।
Bangla Choto Kobita Sms
Bangla Choto Kobita Sms
আকাশে জ্বলে তাঁরা টিমটিম,
প্রেম করবো সারা-সারা দিন।
আবার খাব আইসক্রিম,
প্রেম হবে সারা-সারা দিন।।
ছেলে দেখেছে মেয়ে দেখেছে
প্রেম হবে রে।
হেঁটে যাচ্ছে চলে যাচ্ছে
হোটেলে খাবে রে।।
প্রেম করবো চল না,
হাত দেবো গালে।
আমি সেজেগুজে বসেছি,
পয়সা নিয়ে রুমালে।।
খোকা গেছে বিয়ে করতে
বাপ মাকে ভুলে।
ধুতি পরে, টোপর মাথায়
মেয়ে নিয়ে গেল তুলে।।
মন ছাইছে ভালোবাসি
পুজো এসেছে।
পাড়ায় আছে হাজার ছেলে
তাঁরা কোমর বেঁধেছে।।
Bangla Valobasar Kobita,
Bangla Valobasar Kobita
অমূল্য রতন প্রেম মূল্য দেওয়া যায় না।
প্রেমের প্রেমিকা ছাড়া এ কথা কেউ বোঝে না।।
ফুলের পাশে ভ্রমর যেন মধুর লোভে ঘোরে।
ফুরালে মৌ আবার সঃরে যায় দূরে।।
তেমন কিছু ভালোবাসা মূল্যহীন হয়।
সে ভালোবাসার পিছনে স্বার্থ যদি রয়।।
বনের মাঝে জ্বললে আগুন,
সবাই দেখতে পায়।
প্রেমের আগুন জ্বললে মনে,
কেউ দেখে না হায়।।
প্রেমের জ্বালা বড় জ্বালা,
জ্বলে হৃদয়ে আগুন।
মেটে- নাতো সে জ্বালা,
আসুক যত ফাগুন।।
ঘুম ভেঙে যায় স্বপ্নে আমার বসি শয্যা পরে।
চেয়ে দেখি শূন্য শয্যা একা আমি ঘরে।।
পথের দিকে চেয়ে চেয়ে সারা দিনটা যায়।
তুমি, কিংবা আসবে চিঠি থাকি সে আশায়।।
Bangla Premer Kobita in Bangla font
মিলনের মালা যায় ছিরে যাক,
প্রেমের বাঁধনে বাঁধনা।
যদি কিছু ভুল করে থাকি প্রিয়া
মনের মাঝে তা রেখো না।।
চিঠিতে আর মন ভরে না,
তোমায় দেখতে ইচ্ছে করে।
সুযোগ পেলে চলে এসো
সব কাজ ফেলে মোর ঘরে।।
কথা দাও এমনি করে
ভালো তুমি বাসবে মোরে।
প্রেমে আঘাত হানে যারা,
হতাশাতে মরে তারা।।
Bangla Choto Kobita Sms
কখনো
বলোনা তুমি হ্যাপি, যখন তুমি কষ্টে আছো।
বলোনা তুমি ভালো আছো, যখন তুমি ভালো নেই।
কখনো
বলোনা তুমি একা, যতক্ষন আমি তোমার সঙ্গে আছি।।
ফুলের মধ্যে আমার গোলাপ হলে তুমি,
হীরের মধ্যে আমার কোহিনূর হলে তুমি,
আমার আকাশে চাঁদ হলে তুমি,
নদীতে আমার নৌকা হলে তুমি,
আমি শুধু হৃদয়, আত্মা হলে তুম্বি।।
Bangla Premer Kobita Photo Download
Bangla Premer Kobita Photo Download
যখন সবকিছু ভুল বলে মনে হবে,
যখন হৃদয়ে দুঃখ অনুভবে চোখে জল ভরে আসবে,
সবসময় একটি কথা মনে রেখো আমি তোমার ছিলাম,
এখনো আছি সবসময় থাকবো।।
তুমি আমার মিষ্টি বন্ধু ‘হওনা’
আমি তোমাকে কখনো হাঁড়াতে ‘চাইনা’
তোমার হৃদয়ে একটু জায়গা চাই ‘দাওনা’
না হলে আমি শুরু করবো ‘কান্না’
অন্তত একটা SMS ‘দাওনা’।।
তোমার মোবাইল থেকে আমার নামটা ডিলিট করে দিও,
তোমার ইনবক্স থেকে আমার মেসেজটাও ডিলিট করে দিও,
শুধুমাত্র তোমার হৃদয়ে আমার নামটা চিরদিনের জন্য রেখো।।
যদি তোমার মনে হয় তুমি কাঁদছো,
আমাকে কল করো আমি শপথ করছি,
চেষ্টা করবো না তোমাকে হাসাতে,
কিন্তু আমিও তোমার সাথে কাঁদতে ‘পারি’।
যদি কখনো আমাকে মনে পরে চোখ বন্ধ করো না।
আমি যদি চলেও যাই দুঃখ করো না।
প্রয়োজন নাই সব সম্পর্কের নাম থাকবে
তবে, ভালোবাসার অনুভব মনে যেন কম না হয়।।
Romantic Premer Kobita Photo
Romantic Premer Kobita Photo
পথের উপর দৃষ্টি বিছিয়ে তোমার অপেক্ষা করে থাকি,
এই অপরাধটাই আমি বার বার করতে থাকি।।
আশা-আকাঙ্ক্ষার প্রদীপ জ্বালিয়ে সকাল-সন্ধ্যা,
আমি তোমার সঙ্গে মিলনের অপেক্ষায় থাকি।।
Bangla Premer Kobita Photo
না কোন সাথী আছে, না কোন সঙ্গী আছে।
না আমি কারো, না আমার কেউ আছে।।
তোমাকে দেখে বলতে পারি।
একজন মিষ্টি বন্ধু আমার আছে।।
SMS শুধু Time Pass করার জন্য নয়।
এটা বলে যে আমি তোমার কথা ভাবছি,
তুমিও একটু হলেও আমার কথা ভাবো।।
আমি ভগবানকে
বললাম একটি ফুলের জন্য, তিনি আমাকে বাগান দিলেন।
বললাম একটি গাছের জন্য, তিনি আমাকে জঙ্গল দিলে।।
বললাম একটি নদীর জন্য, তিনি আমাকে সাগর দিলেন।
বললাম একটি বন্ধুর জন্য, তিনি আমাকে ‘তোমাকে’ দিলেন।।
জীবনের আধা সময় চলে যায় সত্যিকারের বন্ধু খুঁজতে।
আধা চলে যায় এদের ধরে রাখতে।
আমি খুব ভাগ্যবান আধা থেকেও কম সময় লেগেছে তোমাকে খুঁজতে।
আশা করি জীবনের বাকি সময়টা তোমার সঙ্গে কাটাবো।।
Romantic Premer Kobita Photo Download
Romantic Premer Kobita Photo Download
রক্ত ও তোমার মধ্যে পার্থক্য কি আছে?
রক্ত সারা শরীরে প্রবেশ করে আবার বেরিয়ে আসে।
কিন্তু,
তুমি হৃদয়ে প্রবেশ করে সারা জীবনের জন্য আছো।।
আমার চোখের দিকে তোমার তাকানোর ভঙ্গিমা
আমায় শক্ মারে।
তোমার I Love You বলার ধরন
আমাকে চিন্তিত করে।
তুমি যেভাবে কথা বল সেটা
আমাকে ঝটকা্ মারে।
তোমার দেওয়া সব ঝটকা্
আমাকে পাগল করে।।
Bangla Valobasar Kobita for Girlfriend & Boyfriend
প্রেমিক – তুমি হলে অপরুপা আমি যে হই কালো,
তাইতো আমি ভাবছি মনে বাসবো কি আর ভালো।।
প্রেমিকা – কালো’ই করে জগৎ আলো সবাই তো তা জানে।
শ্যামাচাঁদ যে ছিলেন কালো দেবতারাও জানে।।
ওগো আমার প্রিয় তুমি দুঃখ করো না।
তোমার সাথে আমার প্রেমে বাধা হবে না।।
প্রেমিকা – কল্কা পাড়ের শাড়ি পরে তোমার কাছে এলাম।
প্রান দিয়ে যা বাসবো ভালো কথা তোমায় দিলাম।।
প্রেমিক – আমার প্রেমের চুম্বক টানে তুমি ছুটে এলে।
বাহুডোরে বাধবো তোমায় চুমু দেবো গালে।।
প্রেমিকা – এই খানেতেই হবে তোমার আমার প্রেম নিবেদন।
কেউ কোথায় থাকবে নাকো নিরিবিলি নির্জন।।
প্রেমিক – ঠিক বলেছ জায়গাখানি খুবই মনোরম।
আশা মোদের পূর্ণ হবে ছুটিয়ে প্রেম হরদম।।
প্রেমিকা – সেদিন যখন তোমায় প্রথম দেখেছি।
তখন থেকেই আমি তোমায় ভালবেসে ফেলেছি।।
প্রেমিক – কিন্তু মুনা সত্যি কথা তুমি রূপের রানী।
তোমার পাশে আমি যেন কয়লার খনি।।
প্রেমিকা – কালো বলে দুঃখ কেন, কেন করো লাজ।
কালো জগতের আল এ কথা ভুললে কেন আজ।।
প্রেমিক – সত্যি কথা ভালোবাসার আগে বলা ভালো।
না হলে যে মধ্যেখানে প্রেম হবে টলোমলো।।
প্রেমিকা – এসো এসো কাছে এসে বস।
সময় চলে যায়।।
অনেক কথা বলবো তোমায়।
তুমি হবে মোর প্রাণময়।।
প্রেমিক – ভালো জিনিস দেখলে পরে আমার লোভ হয়।
তাই তো বললাম আমি, সঙ্গে করে নাও।।
প্রেমিকা – যদি চলার পথে তুমি আমার সঙ্গী হতে চাও।
সাহস থাকলে আগিয়ে এসে হিম্মতটা দেখাও।।
প্রেমিক – সাহস টাহস যতই বল কথার ফুলঝুরি।
এখনি করে নেবো তোমার মন চুরি।।
প্রেমিকা – চুরি করতে পারো দেখবো কেমন চোর।
তাহলে প্রেম করবো আমি দেখবে মনের জোর।।
প্রেমিক – চলো তবে ওই খানে ওই নির্জনেতে যাই।
একলা নিরালায় তোমায় ভালো বাসতে চাই।।
প্রেমিকা – কোথায় ছিলে এতদিন হটাৎ কেন দেখা।
বুঝেছি সত্যি তুমি পারবে হতে সখা।।
প্রেমিক – এত প্রেম মাখা কথা কি করে শিখলে।
কথাতেই সখী আমাকে বস করে দিলে।।
আপনাদের সবাইকে ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য। আমাদের এই Bangla Premer Kobita গুলি ভালো লাগলে দয়াকরে প্রিয়জনদের সাথে Share করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ। Like Our Facebbok Page