Bangla Shayari – f you find Bangla Premer Shayari then you are in right place. Here you will get 75+ New Bangla Premer Shayari in Bengali Font. New Bangla Premer Shayari, Bangla Premer Shayari Photo, Bangla Premer Shayari Romantic.
Table of Contents
Best 75+ Bangla Premer Shayari
Bangla Shayari: নমস্কার বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন। আজেক আমরা মিষ্টি প্রেমিক -প্রেমিকাদের জন্য কিছু জনপ্রিয় বাংলা প্রেমের সাইরি নিয়ে এসেছি। এখানে তোমরা পাবে বাংলা প্রেমের কবিতা, বাংলা প্রেমের status, বাংলা প্রেমের ছন্দ, বাংলা প্রেমের কবিতার লাইন।
বাংলা প্রেমের শায়ারি (Bangla Premer Shayari) গুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Share করে আপনাদের ভালোবাসা www.banglashayari.in কে দেবেন।
New Bangla Shayari
[1] প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা, প্রেমের বাঁধনে বেঁধে গিয়ে হয়েছে স্মৃতির মালা। [2] তোমায় দেখে মনে হয় কত পরিচিত, জানি না তোমার নাম ওগো অনামিকা। [3] মিষ্টি তোমার নাম খানি সুন্দর তোমার রূপ, তাই না দেখে এ মন আমার দিয়েছে প্রেম ডুব। [4] প্রথম দেখার দিনগুলো রয়েছে আমার মনে, লজ্জা জড়ানো কথা তোমার এখনো বাজে কানে। [5] রূপসী গো রূপ যে তোমার অপরূপা, ভুলতে পারিনা সেই এক পলকের দেখা।You Can also check: Bengali Love Shayari
[6] প্রেম নগরের রানী তুমি আমি হলাম রাজা, কেউ থাকেনা সেই নগরে মোরা দুজন একা। [7] গোলাপ তোমার ঠোটগুলো নয়ন তোমার সাগর, এমন তোমার রূপখানি দেখিনি গো কারোর। Bangla Premer Shayari [8] তোমার মতো আমি যদি পেতাম জীবন সাথী, আমার চেয়ে কে আর বল হত বেশি খুশি। [9] তোমায় আমি দেখেছি স্বপনে কত বার, কখনো তো ভাবিনি তুমি হবে যে আমার। [10] সা — রে — গা — মা তুমি আমার প্রিয়তমা, পা — ধা — নি — সা তুমি আমার মোনালিসা। [11] ঝড় উঠেছে এই বুকে তোমায় দেখে একবার, না পেলে আপন করে এ ঝড় থামবে না আর। [12] আজ এই সময় আমার থাকবে মনে, তোমার আমার মিলন হল এই শুভ দিনে। [13] দেখছে তোমায় ওগো এ নয়ন আমার, হল না কিছু বলা অনেক ছিল বলার। [14] রাস্তা — ঘাটে ক্লাবে — মাঠে অনেক মেয়ে দেখেছি, দেখিনি তোমার মতো তাই — ভালোবেসে ফেলেছি। [15] কত রাত জেগেছি তোমার কথা ভেবে, কবে আমায় তুমি আপন করে নেবে।Romantic Bangla Premer Shayari
[16] পাগল করে তোমার হাঁসি, তাই তো আমি ঐ হাসিকে এত ভালোবাসি। [17] কথায় কথায় লিখে যাই তোমায় নিয়ে কবিতা, মাটি দিয়ে নয় হৃদয়ে গড়বো তোমার প্রতিমা। [18] কি করে বলবো মুখে তোমায় ভালোবাসি, বুঝে কি পারনা নিতে দেখে মুখের হাসি। [19] খেলার সাথী ছিলে তুমি হবে জীবন সাথী, কতদিন এমন ভাবে থাকবো একাকী। [20] লেগেছে ভালো মিষ্টি হাসি আর তোমর চোখের কাজল, তা দেখে হয়েছি আমি তোমার প্রেম পাগল। Bangla Premer Shayari [21] প্রেমের সাথী চির সাথী থাকে চিরকাল, সাদা নয় প্রেমের রঙ যে তার লাল। [22] নয়ন ভরে দেখি শুধু তোমার মুখখানা, পাগল হয়ে দেখি আঁখি পলক পরে না। [23] আমিও একলা তুমিও একলা, এস মিল দুজনা এ জায়গা বড় নিরালা। [24] দু নয়নে আর দেখানো হৃদয় দিয়ে দেখো, দূরে দূরে আর রেখো না হৃদয় মাঝে রাখো। [25] মনের কথা বলি কারে মনের মানুষ পাই না, যাকে বলবো ভাবি বলাতো আর হয় না।You Can Also Check: Bangla Sad Shayari
[26] এ মন তাঁর সাথী তোমাকেই দিলাম, কাছে থেকে আরো তোমার কাছে এলাম। [27] প্রেমে প্রেমে ভরিয়ে দেব তোমার হৃদয় খানি , তুমি যে আমার ওগো এটাই শুধু জানি। [28] না জানি আমি প্রেমের মানে না জানি কি ভালোবাসা, আমি তোমায় জানি তোমায় নিয়ে স্বপ্ন শুধু দেখি। [29] তোমার রূপ দেখে ইচ্ছে করে কবি হতে, ইচ্ছে করে তাঁর ছবি আঁকি এ হাতে। [30] নীল ঐ আকাশে পাখিরা উড়ে চলে, তোমার আমার হৃদয় শুধু ভালোবাসে তাই বলে।বাংলা প্রেমের ছন্দ
[31] তোমার থেকে গরিব আমি মনের থেকে ধনী, কেমন করে বাসো ভালো সেটা ঠিক জানি। [32] ষোল বছরের যৌবনেতে হচ্ছো ডগোমগো, চলে যেন তরঙ্গিনী রঙ্গিনী ওগো। [33] ভালোবাসার প্রেমের তরী ভরলো টুবু — টুবু, এ প্রেমে মন ভরেছে প্রাণ ভরেনি তবু। [34] ফুলেতে যদি না থাকে গন্ধ আর মধু, ভ্রমরা তবে আসবে কেন যদি না পায় মধু। [35] প্রেমের জ্বালা বড়ো জ্বালা জ্বলে হৃদয়ে আগুন , মেটে নাতো সে জ্বালা আসুক যত ফাগুন। [36] প্রেমের ভাষা যায় না বোঝা যদি না প্রেমে পর, জানতে যদি চাও ওগো প্রেম সাগরে ডুবে মর। Bangla Premer Shayari [37] ভাবছি আমি তোমায় নিয়ে দেখছি না তো স্বপ্নো, আমি ভাবে এত কাছে পাইনি বলে কখনো। [38] ভালোবাসার জ্বালা বুঝলে গোসাই প্রেমের কাঁটা ফুটবে। এ কাঁটায় এমন ব্যাথা বাইরে দেখা যায় না দেখা। [39] আঁচল ধরে টেনোনা কেউ দেখে নেবে, বিয়ের পর আমায় তুমি আপন করে পাবে। [40] মাঠে — ঘাটে চুপি —চুপি আর ভালো লাগে না, ফুলশয্যা কবে হবে সেটা বল না। [41] প্রেম — প্রেম তুফান প্রেম জেগেছে আজ মনে, আপ্নে করে কাউকে চায় আমার এ প্রাণে। [42] ফুল ফুটেছে কতজানি তোমার হাসিতে, কত প্রেমিক না মেরেছে ঐ পাগল করা রূপেতে। [43] তোমার চুরি রিনি — ঝিনি পায়েল বাজে পায়, ঐ রূপের ছটায় এ নয়ন পুড়ে যায়। [44] আয়নাতে যায় না দেখা ভালোবাসার ছবি, হৃদয়েতে আঁকা থাকে প্রেমের দেব — দেবী। [45] প্রেমের তরী ধরা — ধরী প্রেম সাগরে ভাসিয়ে, ঘুরবো মোর যতদিন হবে না মোদের বিয়ে।বাংলা প্রেমের সাইরি
[46] চোখের কি দোষ বল দেখে কি ভরসা আছে, মনের কি ভরসা আছে কাছে এলে নারী। [47] যৌবন কি এমন করে যাবে তোমার বৃথা, এস আমার কাছে আমি যে বড় একা। [48] তোমার কাছে হৃদয় আমার কাঁপে, বিয়ে ছাড়া এত কাছে আসা কি করে যাবে। [49] পারিনি যা মুখে লিখে দিলাম তাই, চাই না আর কিছু আমি তোমায় শুধু চাই। [50] প্রীতির মাঝে ইতি দিয়ে শেষ করলাম চিঠি, সত্যি যদি ভালোবাসো পাবে তুমি ঠিকই। [51] কত তোমায় চিঠি দিলাম দিলে না কেন জবাব, এমন করে ছলনা করা কি মেয়েদের স্বভাব। [52] চিঠির মাঝে কি লিখেছ পারছি নাতো বুঝতে, কাছে এসে বুঝিয়ে দাও যেটা চাই জানতে। [53] সময় মতো চিঠি তোমার না পেলে এ মন আমার, সব কিছু যেও চিঠি দিতে করোনা গো ভুল। [54] যে চিঠি পেলাম তোমার বুঝেছি চাও কত তুমি আমাকে, আবার থেকে সাড়া দেব যখন নেবে ডেকে।You Can Also Check: Bangla Love Letter
[55] উড়িযে দিয়ে পায়রা দিলাম সাথে চিঠি, মোদের প্রেম সত্যি হলে পাবে তুমি ঠিকই। [56] চিঠির ভাষা যদি হয়গো এলোমেলো, বুঝে নিও আসল কথা ভাষায় কিবা এলো গেলো। [57] চিঠির মাঝে ছড়িয়ে দিলাম প্রেম মাখানো ভাষা, সেই ভাষাতেই বুঝে নিও আমার ভালোবাসা। [58] পাঠিও না এত চিঠি আমার বাড়িতে, কেলেঙ্কারি হয়ে যাবে পারলে মায়ের হাতে। [59] চিঠিতে আর মন ভরে না তোমায় দেখতে ইচ্ছে করে, সুযোগ পেলেই চলে এস সব কাজ ফেলে। [60] জানি তুমি এ চিঠি নেবে আপন করে, আমি শধু এটুকু বলি ভুল বুঝনা আমাকে। [61] কলমে নেই কালি আছে শুধু রক্ত, ভালোবাসা সোজা বড় শক্ত। [62] চিঠির মধ্যে লিখে দিলাম ভালোবাসার কথা, ভালো যদি না লাগে বোলো তুমি যা তা। [63] প্রেম করেছ প্রেম পত্র লিখতে জাননা, বোকার মতো চেয়ে কথা বলতে জান না। [64] বইছে হাওয়া-শাড়ির আঁচলে দুলছে কানে দুল, ক্ষমা তুমি করো আমায় যদি করে থাকি ভুল। [65] রাগ করো না রাধিকে শুধু তোমায় ভালোবাসি, তাইতো এতো দূরে থেকে তোমার কাছে আসি। [66] ভোলাতে পারবে না আজ যতই খাওয়ায় ফুচকা, কাল তুমি কথা দিয়ে করলে না দেখা। [67] স্যরি স্যরি হয়ে গেছে দেরি আমায় তুমি মাফ কর, আসব তাড়াতাড়ি এবার এসে হাত ধর। [68] রাগ করলে আমার উপর যাব আমি কোথায়, তুমি যে ওগো সব কিছু ক্ষমা করো আমায়। [69] বাবার কাছে বলনা এসে আমাদের বিয়ের কথা, নইলে মনে রেখ এই হবে শেষ দেখা। [70] রাগ করো না ও সুন্দরী, কান ধরছি আর হবে না দেরি। [71] ঐ ডাকে সারা দিতে বইয়ে গেছে আমার, রাগ করেছি তোমার উপর কথা বলবো না আর।You Can Also Check: New Bengali Shayari
[72] রাগ করলে বয়েই গেছে আছে কত ছেলে, বুঝবে অন্যের হাত ধরে যখন যাব চলে। [73] চিরটাকাল থেকে আমার এমন করে কাছে, ডাকলে যেন এস তুমি আমায় ভালোবেসে। [74] দেখা তুমি করো হয়ে গেছে দেরি, আর হবে না এমন ভুল আসবো তাড়াতাড়ি। [75] রাগলে তোমার মুখখানা হয়ে যায় গোলাপ রাঙা, কিসে এ রাগ কমে নেই গো আমার জানা। [76] কথা দিয়ে কথা রাখো না এটাই তোমার স্বভাব, আসলে তোমার মধ্যে প্রেমের বড়ই অভাব। [77] আমাকে নিয়ে তুমি করেছ তুমি ছলনা, আমার হৃদয়কে ভেবেছ শুধু খেলনা। [78] এ ভাবে করলে কেন আমায় অপমান, এই কথা ভেবে সারারাত কেঁদেছে আমার প্রাণ। [79] এই টুকুতেই রেগে যাও কেন বল তুমি ভালোবাসা কি কম দিয়েছে তোমায় ওগো আমি।আমাদের এই বাংলা শায়ারি – Bangla Premer Shayari গুলি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই Bangla Shayari গুলি সম্পর্কিত কোন মতামত বা অভিযোগ থাকলে Comment করে জানানোর অনুরোধ রইলো। এই Bangla Premer Shayari গুলি পড়ে ভালো লাগালে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই Share করুন। অশেষ ধন্যবাদ। Like Our Facebbok Page