Best 45+ New Bangla Shayari For Gf & Bf

Bangla Shayari

If you find New Bangla Shayari in Bengali Language then you are in right place. Here you will find New Bangla Shayari, Sad Shayari Bengali, Bangla Shayari Video, Bangla Shayari Status, Bangla Shayari SMS, Bengali Love Shayari, Bangla Shayari Photo, Bangla Love Shayari, Bengali Shayari Sad, Bengali Romantic Shayari, Sad Bangla Shayari, Sairi Bangoli, Bengal Shayari, Bengali Poem Love, Bhalobasa Shayari, Romantic Bangla Shayari.

New Bangla Shayari For Gf & Bf

Bangla Shayari:- নমস্কার বন্ধুরা, আশাকরি আপনি এবং আপনার প্রিয় মানুষটি ভালো আছেন। আজকে আমরা আপনাদের প্রিয় মানুষটির মন ভোলাতে 45+ বাংলা শায়ারি (Bangla Shayari) নিয়ে এসেছি।

বাংলা শায়ারি (Bangla Shayari) গুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Share করে আপনাদের ভালোবাসা www.banglashayari.in কে দেবেন।



Bangla Shayari Love


প্রেমের অমূল্য অনুভূতি প্রেম ছাড়া কেউই তা অর্থ দিয়ে কিনতে পারে না। আমরা নিচে দুজন প্রেমিক ও প্রেমিকার কিছু অনুভূতি Bangla Shayari Love -এর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হল।

  • বিয়ের পরে দুজনাতে যাবো হানিমুনে। সেখানে মনের কথা কইবো মনে প্রাণে।
  • পথের পানে চেয়ে চেয়ে দিন কেটে যায়। কখন তুমি আসবে ওগো বল না আমায়।
  • কত সপ্ন দেখছি আমি, তোমায় নিয়ে মনে । কি যে হবে পরিনাম ভাবছি সাড়াক্ষনে।
  • তোমার সাথে দেখা আমার বহুদিনের পরে । কেমন ছিলে এতদিন, তুমি আমায় ছেড়ে।
  • টানছো কেন আঁচল ধরে, সবাই দেখে নেবে। বিয়ের পরে আমায় তুমি আপন করে পাবে।
  • তোমার চিঠি পড়তো যদি, আমার বাবার হাতে। ঘরের বাইরে আমাকে আর দিতো নাকে যেতে।
  • এবার তুমি রাগ করো না, আর করো না ভঙ্গী। আজই তোমায় নিয়ে যাবো, দেখতে অমরসঙ্গী।
  • তোমায় আমি ভালোবাসি বলতে পাই লাজ… মনে বহু সাহস ভরে চিঠি দিলাম আজ।
  • রূপের তুলনা নাইকো তোমার তুমি যে অপরূপা। কিছুতেই তো যায় না ভোলা ক্ষনিকের সেই দেখা।
  • তোমার মুখের মিষ্টি হাসি ভুলতে পারি নাই। তাইতো আমি তোমার আশায় পথের পানে চাই।
  • তোমার আশায় বসে আছি পথ পানে চেয়ে । আসবে কবে আমার কাছে, ওগো সোনার মেয়ে।
  • ট্রামে-বাসে দেখতে পাই কত শত মেয়ে । কিন্তু তারা অপরূপা, নয়কো তোমার চেয়ে।
  • চোখে চোখে দু’জনায়, যেদিন দেখা হলো। পারলাম না তো বলতে কিছু অনেক বলার ছিল।
  • রাতে শুয়ে ঘুম আসে না, ভেবে তোমার কথা…কবে তুমি আসবে বলো আমার সাথে হেথা।
  • তোমায় আমি বাসবো ভালো যেমন তুমি বাসবে। তা না হলে অবশেষে আফশোসে দিন কাটব।
  • আকাশেতে যতদিন চন্দ্র-সূর্য উদয়-অস্ত হবে। তোমার আমার ভালোবাসা ততদিন অটুট থাকবে।
  • সব ছেলেরাই প্রথম প্রথম ঐ কথাটা বলে, কিছুদিন পর সব কথা সে, যায় গো প্রিয় ভুলে।
  • আমি কিন্তু নয়গো তেমন, শোন ওগো প্রিয়া তোমায় কাছে পেলে যে জুড়াবে মোর হিয়া ।।
  • এস তবে মোরা দুজনে এই প্রতিজ্ঞা করি। থাকবো মোর সারা জীবন, দু’জন দু’জনার হাত ধরি।

Bangla Shayari Romantic


বন্ধুরা তোমরা প্রিয় মানুষটিকে এই Romantic Bangla Shayari গুলি sms করে তার সুন্দর মনটি জয় করতে পারো।

  • ভালোবাসা মারছে টান, বলার নেই ভাষা। চিঠি দিলাম সাহস করে রইলো শুধু আশা।
  • চিঠি পেলাম, ভালো লাগলো, পড়েছ তুমি প্রেমে… কতদিন ভালোবাসবে উত্তর দেবে জেনে।
  • মনের ভলোবাসা, প্রথম ভালোবাসা থাকবে সদা মনে… তুমি যদি পাশে থাকো, ঘর বাঁধবো বনে।
  • এমন প্রেমের কথায় আগুন করবে সর্বনাশ! নিজের হাতে কেমন করে নিজেই নেব বাঁশ।
  • সব প্রেমের শেষ এমন ভাবেই হয়, বিয়ের পরে সবার মুখে হরিনামেই হয়।
  • তুমি যদি হাত ধর বাঁচব আমি জীবনে বন্ধ হবে হোটেল খাওয়া থাকব বড্ড আরামে
  • তোমাকে দিতে আরাম হব ঘরের ঝি ! লজ্জা করে না বিয়ে করতে আর লিখব কি?
  • এক গাছেতে হল আম. টক আর মিষ্টি। তোমার আমার প্রেমের কথা মনে রাখবে সৃষ্টি।
  • প্রথম যেদিন দেখা হল, ছিল কত বৃষ্টি। এবার সবাই লিখে নেবে আমাদের প্রেমের হিস্ট্রি।
  • তুমি যাতে বুঝতে পার, তাইতো করি কাজ। মুখে বলি কেমন করে, পাই বড় লাজ।
  • খাঁচা খুললে পাখি উড়বে মনে বাঁধবে বাসা, বিয়ে আমি তোমায় করবো যা পাই সাজা।
  • প্রশয় দিলে মাথায় উঠে, সমাজের এই কাজ। তোমায় আমি প্রশয় দিলাম ভালোবাস আজ।
  • বসতে দিলে শুতে চাইবে, কেমন ভাবে করি আদর। সুযোগ পেলে তুমি হয়ে যাবে বাদর।
  • গঙ্গা আছে শান্ত, সাগর মারে ঢেউ। ভালোবাসা অনেকে করে বিয়ে করে কেউ।
  • বাজার থেকে কিনে আনলাম, আমি একটি টিয়ে। ভালো আমি তোমায় বাসি, করব আমি বিয়ে।
  • তুমি তো ভ্রমরা রস করবে পান…বিয়ে করবে অন্যকে,নেবে আমার প্রাণ।
  • ভালোবাসা করে মনে থাকে শঙ্কা আমি যদি ভ্রমরা, তবে তুমি চম্পা।
  • এবার তুমি রাগ করনা, আর করনা ভঙ্গী। আজ তোমায় নিয়ে যাব, দেখতে ‘অমর সঙ্গী’।
  • কাল আমার পরীক্ষা, কি লিখব স্কুলে। তোমার প্রেমে পরে আমি, সব গেছি ভুলে।
  • কৃষ্ণ প্রেমে পরে, রাধা হল ছাই। তোমায় প্রেমে আমি এমন গন্ধ পাই। তুমি আছ্ রূপের ডালি, রূপ দেখেছি তাই। তোমার প্রেমে অন্ধ হয়ে, আমি ঘুরে বেড়াই।
  • সাবান দিয়ে স্নান করলে ময়লা চলে যাবে। ভালোবেসে বিয়ে করলে দুঃখ হারিয়ে যাবে।

Bangla Shayari Bhalobasa


  • তোমার মতো পাশে যদি,পেতাম জীবন সাথী। আশা মোর পূর্ণ হতো, হতাম বেশী খুশী।
  • হাতে তোমার হাতটি দিলে, হৃদয় খুশি হয়। প্রেমের পরশ সোনার পরশ, একই মনে হয়।
  • তুমি আমার প্রেমের রানী, আমি প্রেমের রাজা। সেই প্রেমের স্বর্গে মোরা, রই যে একা একা।
  • আজকে মোরা চল যাই, সীমার বাঁধা ছাড়িয়ে, যেথা মোদের মন চায়, সেথা যাই হারিয়ে।যতই বাঁধা আসুক মোদের কোনো কিছু মানবো না, যত কথাই বলুক লোকে কোন কথা শুনবো না।
  • রাত জাগা দুটি পাখি জেগে আছে নীড়ে।প্রেমের আগুন হৃদয়েতে জ্বলে ধীরে ধীরে।দূর নীল আকাশে জেগে আছে তারা। তুমি গেলে আমি একা, হবো সাথীহারা।
  • তোমার তরে বসে আছি ওগো প্রানেশ্বরি।করছো কেন এত দেরি এসো তারাতারি।তোমায় কত ভালোবাসি মুখে বলতে পারি না।আসতে তোমার দেরি হলে সব বলা হয় না।
  • তোমার এসএমএস হাতে পেলে খুশি হয় মনকিন্তু, কি করবো বল চারিদিকে বন্ধন।তোমার এসএমএস যদি কোনদিন বাবা দেখতে পায়।নেইকো সেদিন আমার বাঁচার কোন উপায়।ঘর বন্দি থাকতে হবে বাবার আদেশেতে, তোমার সাথে আমার দেখা হবে না আর কোনমতে।
  • ঠিক বলেছ তুমি প্রিয়া এবার বুঝেছি। এসএমএস দিয়ে তোমায় আমি ভুল করেছি।। আর দেরি নয় এবার আমি করবো তোমায় বিয়ে। কথাবার্তা কইবে এবার আমার ঘটক নিয়ে। তোমার বাড়ি পৌঁছে ঘটক দেবে পরিচয়।আমার বাড়ি এসে যেন কথাবার্তা কয়।।
  • তখন কেমন মজা হবে বলো দেখি শুনি। তুমি আমার আমি তোমার কেবল তুমি আমি।। দু’জনাতে বিয়ের পরে যাব হানিমুনে। কইবো মোরা প্রানের কথা যা আসে মনে।।
  • প্রেমের কথা কইবো সেথা মোরা দু’জনাতে।হাতে হাত ধরে ঘুরবো মোরা চাঁদনী রাতেতে।।
    বলবো তখন তোমায় আমি যত মনের কথা। যে কথা শুনে জুরাবে মোদের প্রানের ব্যথা।।
    ওগো প্রিয়া তোমায় আমি ভালবেসেছি।তোমায় নিয়ে আমি প্রেমের স্বপ্ন দেখেছি।।
    কখনও ভেঙ্গো না যেন এ প্রেমের স্বপন।বৃথা যেন না হয় মোদের এ শুভ লগন।।
  • যাচ্ছি মোরা ভাসতে ভাসতে প্রেমের তুফানে। এত প্রেম কথায় ছিল তাই ভাবি মনে।।
    দু’জনাতে মিলে আজ করছি প্রেমের খেলা।জানি না কি হবে শেষে ফুরালে প্রেমের বেলা।।

Bangla Shayari Status


  • তুমি আমার হৃদয়ে সদ্য ফোটা ফুল।তুমি চাঁদ আমি তাঁরা এতে নাইকো ভুল।।
    ছরাও তুমি জ্যোৎস্না মোর হৃদয় আকাশে।ভরে যাক হৃদয় আমার মধুর পরশে।।
  • প্রিয় তুমি আজ আছো কতদূরে।তোমার বিহনে চোখ জলে ভরে।।
    পথ পানে চেয়ে রই তোমার আশায়। তোমার আসা পথ চেয়ে দিন কেটে যায়।
  • এলে তুমি আমার কাছে, যেদিন সেজেগুজে।তোমায় দেখে সেদিন থেকে মনটা গেল মজে।।হৃদয়ে আমার উঠলো উত্তাল তরঙ্গ।তুমি শুধু বসে বসে দেখছ নানা রঙ্গ।।
  • ঝড় উঠলে যেমন কোন বাঁধা মানে না।মনে আমাদের ঝড় উঠেছে তাও কি বোঝো না।।
    প্রেম সাগরে জানি তুমি ডুবে মরেছো।প্রেমের নেশায় তাইতো আজি মাতাল হয়েছো।।
  • আভিমান কেন মিছে,ওগো মোর মানসী।তব লাগি হতাশায়,জেগে থাকি দিবানিশি।।
  • কিসের চিন্তায় প্রিয় আমার,উদাস কেন মন।তোমার মুখে দেব আমি,সোহাগ চুম্বন।
  • রূপবতী কন্যা আর,মান করো না।ভুল বুঝে তুমি মোর বুকে,ব্যথা নিও না।।
  • এখনো রয়েছে রাত,যেও না গো রূপসী।তুমি ছাড়া আমি একা,বোঝোনা নাকি ও প্রেয়সী।।
  • রাত জাগা পাখির মতন,আমিও থাকি জেগে।।মনের মাঝে শান্তি না পাই।শুধু তোমার লেগে।।
  • আমার উপর রাগ করলে, আমি যাব কোথায়।তুমিই আমার সব কিছু গো, করো ক্ষমা আমায়।।
  • হয়ে গেছে দেরি আজ, মনে কিছু করো না। এবার তুমি কাছে এসে, হাতটি মোর ধরো না।।
  • রাগ হয়েছে বয়েই গেছে, আছে আরও ছেলে। বুঝবে তখন হাতটি ধরে, যখন যাবো চলে।।
  • স্যরি…স্যরি…ভেরি স্যরি…, হয়ে গেছে দেরি। এবার থেকে কথা দিলাম, আসবো তাড়াতাড়ি।।
  • ভালোবাসা মুখে বলিস, ভালোবাসা জানিস না। অন্য মেয়ের সাথে তবেঁ, করলি কেন দেখাশোনা।।
  • তাড়াতাড়ি করো প্রিয়ে, আর করো না দেরি। তোমার বিরহে বুঝি, প্রাণে আমি মরি।।
  • প্রেম করেছ বেশ করেছো, দাগা দিও না। দাগা দিলে আমি তো, প্রাণে বাঁচবো না।।

Bengal Shayari for Girlfriend


  • না পাই যদি শাস্তি মোরা, কিবা হবে লাভ।দু’জনাতে হয়েছে যখন,ভালোবাসার ভাব।।
  • আর কিছু মোদের নেইকো বলা,এত কথার পরে।আশা করি সুখ শান্তি পাবো,বিয়ের পরে।।
  • আঁচলখানি হাওয়ায় ওড়ে,কানে দুলছে দুল।তুমি আমায় ক্ষমা করো,যদি হয় ভুল।।
  • রাগ ক রো না প্রানেশ্বরি,তোমায় ভালোবাসি।।তাইতো তোমায় দেখবো বলে,ছুটে বাইরে আসি।।
  • হাত ছেড়ে তুমি আমার,কার হাত ধরবে।আমার প্রেম ভুলে তুমি,কারে প্রেম করবে।।
  • প্রেম করতে গিয়ে আনেক,ভুল হতে পারে।সে কথা ভুলে গিয়ে, ক্ষমা করো মোরে।।
  • যতই তুমি ফুচকা খাওয়ায়, ভোলাতে পারবে না আজ। কথা দিয়েও কালকে তুমি, করবে না সে কাজ।।
  • পাইয়া লিখন তব ওগো প্রাণেশ্বর। সুশীতল হলো এবার আমার অন্তঃর।।
    তোমার বিরহ-বহ্নি হৃদয় মাঝারে। জ্বলিতেছে অহরহ পুরাতে আমারে।।
    মনে বুঝি করিয়াছ ভুলেছি তোমায়।তাই এ অধম তোমায় দেখিতে না পায়।।
  • হৃদয় মাঝে প্রেমের আগুন জ্বলে ধীরে ধীরে।এ আগুনে পোড়ে না কেউ মন প্রান ভরে।।আসবে যখন প্রেমের জোয়ার শান্ত হবে মন।বিরহ আগুন কিন্তু ঘটায় অঘটন।।জাগলে প্রেম মনের মাঝে ভেদ থাকে না আর।বিশ্ব জগৎ সবাই যেন হয় একাকার।।
  • কেমনে লিখেছ প্রিয়ে ভুলেছি তোমায়।ছি ছি গো রূপসী তুমি বড়ই নির্দয়।।
    প্রণয়িনী হয়েও তুমি জান না প্রণয়।তবে কেন হেন ভাষা লিখিলে আমায়।।
    উচিত কি লেখা তব আমারে এখন।জান না কি তব প্রেমে বাঁধা প্রান-মন।।
    কখন তোমার সনে নাহি বিবাদ।তবে কেন বল প্রিয়ে সাধ হেন বাধ।।
  • আজকে তোমার পত্র পেলাম অনেক দিন পরে।ছুটিতে তুমি আসবে ঘরে জানলাম পত্র পড়ে।।
    আমি কত খুশি হব তুমি এলে ঘরে।বসবো মোরা পাশাপাশি করবো আলাপন।মোদের দেহে জাগবে তখন ভীষণ শিহরন।।
  • ভুলে গিয়ে আমার কথা কাজে তোমার মন।হেথা আমি হৃদয় জেগে কাটাই খুলি বাতায়ন।।
    হৃদয়ে মোর আর এক জ্বালা শুন বলি তবেঁ।কোকিল যখন সকালেতে ডাকে কুহু রবে।।
    কোকিলের ঐ মিষ্টি সুরে যখন সবাই খুশি হয়।তখন যেন হৃদয়টা মোর জ্বলে পুড়ে যায়।।
  • তোমার কথা সব সময়ই ভাবি মনে মনে।বলবো তোমায় মনের কথা ফিরলে কানে কানে।।
    তুমি আর আমি শুধু রবো কাছাকাছি।হৃদয়ের কথা হবে বসে পাশাপাশি।।
    আমি আর তুমি শুধু কেউ রবে না আর।।এই কথাটি তোমায় আমি জানাই বারে বার।।
  • পাশে বসে যখন তুমি আদর করে ডাকো।ভরে উঠে আমার হৃদয় কি করে জানাবো।।
    থাকলে তুমি আমার কাছে সবই ভুলে যাই।সেই কথাটি প্রিয়া তুমি আজও বোঝো নাই।।
    যখন আমি কাজের ফাঁকে পাই অবসর।আমার মনে তোমার কথা জাগে নিরন্তর।।

আমাদের এই বাংলা শায়ারি – Bangla Shayari গুলি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই Bangla Shayari গুলি সম্পর্কিত কোন মতামত বা অভিযোগ থাকলে Comment করে অবশ্যই জানানোর অনুরোধ রইলো। এই Bangla Shayari গুলি পড়ে আনন্দ পেলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই Share করুন। অশেষ ধন্যবাদ। Like Our Facebbok Page

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *