Best 45+ Bengali Love Shayari for Gf & Bf

Bengali Love Shayari

Bangla Shayari: If you find Bengali Love Shayari then you are in right place. Here you will find Bengali Shayari on love, Bangla Shayari Love, Love Shayari Bengali Dp, Bengali love Shayari Lyrics, Bangla love Shayari photo, Bengali love Shayari SMS, Bengali love Shayari Status etc.


Best 45+ Bengali Love Shayari


Bangla Shayari:- নমস্কার বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের প্রিয় মানুষটির ৪৫+ Bengali Love Shayari (বাংলা ভালোবাসার শায়ারি) নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

বাংলা শায়ারি (Bangla Love Shayari) গুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Share করে আপনাদের ভালোবাসা www.banglashayari.in কে দেবেন।


Bengali Shayari on love


জীবনে প্রকৃত ভালোবাসা একজনের সঙ্গে হয় – কথাটা অযুক্তি লাগলেও সত্যি। কিন্তু, বর্তমান দিনে ভালোবাসা সময় কাটানোর একটা খেলা হয়ে রয়েছে। তবু এখনো অনেক সত্যিকারের ভালোবাসা নজরে পরে। সেইসব মিষ্টি প্রেমী যুগলদের জন্য আমরা আজকে কিছু রোমান্টিক বাংলা সাইরি নিয়ে এসেছি। তোমাদের যদি এই Bengali Love Shayari গুলি ভালোলাগে তাহলে আমরা ধন্য হব।

  • আমি যে তোমায় কত ভালোবেসেছি, দিন-রাত শুধু তোমার কথাই ভেবেছি।
    কখনও বুঝনা ভুল, ভেঙোনা স্বপন, খুব শীঘ্রই আসবে মিলন।
  • এত বড় আকাশটাতে একটা চাঁদ, ভরে দেয় জোৎস্নায়।
    আমার এই ছোট্ট হৃদয়টাতে ভরে দাও তুমি শুধু ভালোবাসতে।
  • তুমি আজ কতদূরে, কোন অজানায়, তোমার ছবি দেখি মনেরই আয়নায়।
    তোমার আশায় আশায় দিন কেটে যায়, আমি কি তোমার কেউ নয়।
  • কোথায় আমার প্রাণের রাজা, আমায় দেখা দাও, তোমার ঠোঁটের পরশ দিয়ে মনটা জুড়াও।
    মন শুধু চায় তোমায় পেতে, ওগো মনের মহাশয়।[Bengali Love Shayari]
  • ভালোবাসার দোলনাটাতে দুলছি মোর দুজন, নিরিবিলি নির্জনে এক হয়ে দুটি মন.
    তোমার বুকে মাথা আমার প্রিয়ে, তুমি আছো লতার মতো জড়িয়ে।
  • বুক করে দুরু দুরু, মন খুশিতে ভরপুর, আমার শরীরের যত অহংকার।
    ভালোবাসার আঘাতে আঘাতে, সব কিছু করে দাও চুরমার।
  • আহা এত আনন্দ এ যে, মুখে বলা যায় না, নাওনা আমার সব লুঠ করে নাওনা।
    যতই থাকুক শাড়ী, গাড়ি, বাড়ি ও গহনা, যদি মেটে দেহেরই কামনা মন আর কিছু চায়না।
  • প্রেমের জোয়ারে ভাসতে ভাসতে আমরা দুজন, চড়েছি মেঘের ভেলায়।
    এ যেন প্রেমের উৎসবে প্রেমেরই মেলা, স্বর্গদ্যানে যেন চলছে লীলাখেলা।
  • প্রেমের মিলনে এত আছে সুখ, যদি সখী আরো আগে জানতাম।
    তাহলে প্রায় প্রতিদিনই তোমার আঁকছে চলে আসতাম।
  • ভেবোনা মনে তুমি ফুরিয়ে যাবে, প্রতিদিন পারো যদি এসো না তবে।
    নিত্য নতুন ভাবে মজা করে পাবে আমায়, যা খুশি নেবে আমার, মন যেমন চায়।
  • জানি তোমার অনেক আছে, অনেক কিছু দেবার।
    নেবো আমি দেবে তুমি, নেই তো কিছু ভাবার। [Bengali Love Shayari]
  • সত্যি তুমি ঠিক বলেছো, কোনমতে ভাববো না তো আর।
    আমার শরীর আমার মন, সব কিছু তো তোমার।
  • তবে যেন একটা কথা কনকলতা গাছ আমি, দুটি মাত্র ফুল।
    যত্ন করে ধরতে হবে, নইলে লুকিয়ে যাবে মূল।
  • নববর্ষে তোমায় দিলাম সালোয়ার উপহার।
    পুজোর সময় দেব তোমায় সেটিং সোনার হার।
  • সালোয়ার দিয়ে তুমি আমার মন করেছো জয়। আবার দেবে সোনার হার ভালোবাসার বদলে কেবল উপহার।
  • যখন আমি তোমায় পাবো হবে কতো মজা।
    তুমি আমার রানী হবে আমি তোমার রাজা।

Bangla Love Shayari for Bf


বর্তমানে প্রেম-ভালোবাসা ফোনে শুরু হয় আবার ফোনেই শেষ হয়ে যায়। বর্তমানে আমরা প্রেমিক বা প্রেমিকার সঙ্গে এত কথা বলি যে অনেক সময় কথা ফুরিয়ে যায় কিন্তু তাসত্বেও সে আঘাত পাবে মনে করে ফোনে কথা বলি। তাতে সম্পর্কটা অনেক সময় ভেঙে যায়।

কিন্তু আমরা যদি ফোনে কথা বলা কমিয়ে SMS করি তাহলে কিন্তু সম্পর্কটা অনেক দৃঢ় হওয়ার সম্ভবনা থাকে। সেই কথা মাথায় রেখে আমরা মিষ্টি প্রেমিকাদের জন্য কিছু Bangla Love Shayari for Bf নিয়ে এসেছি। আশারাখি তোমাদের হ্যান্ডসম প্রেমিকদের এগুলি ভালোলাগবে।

  • তুমি আমর প্রথম পুরুষ ওগো প্রিয় সখা।
    তুমি ছাড়া কিছুতেই আমি থাকবো না একা।
  • তোমার মতে সাজবো আমি তোমার মতে চলবো।
    একই সাথে হাত ধরে একই কথা বলবো।
  • তোমায় ছেড়ে ওগো সাথী কোথাও যাবো না।
    তোমার মতো এমন মেয়ে আর কোথাও পাবো না।
  • তোমায় নিয়ে মনের মতো গড়বো যে সংসার।
    থাকবো শুধু দুজনাতে আমি বৌ তুমি বর।
  • আগে তোমায় সিঁদুর দিয়ে রাঙাই তোমার মুখ।
    তোমাকে বিয়ে করে গর্বে ভরে উঠবে বুক।
  • এই কথাটি বারংবার আমার মনে হয়।
    তুমি আমার সঙ্গে আছো ভয়কে করবো জয়।
  • বিয়ের পরে নববধূ আনবো তোমায় আমার ঘরে।
    সোহাগ রাতে সোহাগ দিয়ে ভরিয়ে দিও মোরে।
  • তোমায় নিয়ে ভেসে যাবো ভালোবাসার দেশে।
    এই রাতটা কথায় প্রেমে মাতিয়ে দেবো হেসে।
  • তোমায় নিয়ে ভেসে যাবো ভালোবাসার দেশে।
    এই রাতটা কথায় প্রেমে মাতিয়ে দেব হেসে।
  • বাঁধন হারা আমরা দুজন নেই তো কোন বাধা।
    তুমি আমার কৃষ্ণ ওগো আমি তোমার রাধা।
  • বিয়ের পরে কোন কাজে যদি হয় ভুল।
    রাগ করোনা লক্ষ্মীটি ক্ষমা করো আমায়।
  • তুমি আমার পরান প্রিয়া এই কথা রেখো মনে।
    দুজনাতে সুখের আলোয় গড়বো খুশি মনে।[Bengali Love Shayari]
  • তুমি বলবে আমি শুনবো রাগ অনুরাগের কথা।
    শপথ করো অকারনে কেউ পাবো না ব্যাথা।
  • না গো ওগো সুনয়না অকারনে ভুল বুঝবো না।
    যদি করো অভিমান দু হাতে জড়িয়ে ধরে ভাঙবো মান।
  • তারপরে ভ্রমর হয়ে ওগো তুমি আমার মধু করবে পান।
    কোন বাধা দেবনা ভরিয়ে নিও পরান।
  • আকাশেতে একটাই চাঁদ ওঠে ওঠে না তো দুটো।
    ভালোবাসা দিয়ে যাবো তোমাকে মুঠো মুঠো।
  • প্রিয় ওগো কাছে এসো দূরে থেকো না।
    তোমাকে ছাড়া আমার কোন কিছু ভালোলাগে না।
  • তুমি আমার মনেরই বাগানে সদ্য ফোটা ফুলের কলি।
    আপন মনে ফুটবে তুমি তোমার ছবি আঁকবো আমি হাতে নিয়ে তুলি।
  • তুমি আমার জীবন তরী আমি তোমার পাল।
    সারা জীবন রাখবো ধরে বাইবো তোমার হাল।
  • প্রেমের তরী বাইবো আমি যাত্রী মেলে না।
    কে হবে গো যাত্রী আমার কই সে সুজনা।
  • রঙে রঙে রঙিন আলপনা ঘুমিয়ে সুপ্ত বাসনা।
    এসো এসো এসো প্রিয় মেটাও দেহের কামনা।
  • প্রেম পীরিতির ভীষণ জ্বালা কেউ তো বোঝে না।
    জ্বালা আমার তুমিই বোঝ শীতল করো না।
  • রাত দুপুরে মনের ঘরে ধাক্কা মারে কে।
    বুঝেছি বুঝেছি সই আমার নাগর আবার কে।
  • আদার করে হাতটি ধরে নিয়ে আয় তুই আমার ঘরে।
    করায় গন্ডায় মিটিয়ে নিই যেমন এসেছ দেরি করে।

আমাদের এই বাংলা শায়ারি – Bangla Love Shayari গুলি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই Bangla Shayari গুলি সম্পর্কিত কোন মতামত বা অভিযোগ থাকলে Comment করে জানানোর অনুরোধ রইলো। এই Bangla Shayari গুলি পড়ে ভালো লাগালে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই Share করুন। অশেষ ধন্যবাদ। Like Our Facebbok Page

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *