No.1 Best Heart touching Love Story in Bengali

Heart touching Love Story in Bengali

Bangla Shayari – If you find Heart touching Love Story in Bengali then you are in right place. Here you will get Sad Story Bangla, Bengali Sad Love Story, Sad Story in Bengali, Bangla True Sad Love Story, Bangla Sad Golpo, Bangla Breakup Love Story, Bangla Emotional Love Story. Sad Heart touching Love Story in Bengali.


Heart touching Love Story in Bengali


Bangla Shayari: নমস্কার বন্ধুরা আশাকরি সবাই আছেন। আমরা আজকে একটি সর্বকালের জনপ্রিয় বাংলা কষ্ঠের প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছি। সংগৃহীত ব্যর্থ প্রেমের গল্প টি ভালো লাগলে আমাদের প্রচেষ্টা সফল হবে। 
কষ্টের প্রেমের গল্পটি ভালো লাগলে বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে অবশ্যই Share করবেন। এই বাংলা প্রেমের গল্প টি – সম্পর্কে কোন মতামত বা অভিযোগ থাকলে নিচে দয়াকরে কমেন্ট করুন। 

Bengali Sad Love Story

প্রেমে ব্যর্থ হয়ে ছেলেটা আজ কবি হয়ে গেছে। আর মেয়েটা হয়েছে বরবাদ। দোষটা ছেলেটার ছিলনা। মেয়েটাই করেছিল প্রতারণা। মেয়েটা আজ ভাগ্যের বিড়ম্বনায় ক্ষতবিক্ষত হয়ে নীরবে কাঁদে।
আর অন্যদিকে ছেলেটি তার বুকে জমা কষ্টগুলোকে নোটবুকে বন্ধী করতে করতে হয়ে উঠেছে কবি। আজ তার প্রতিটি কথার ধ্বনিতে হয় কবিতার মূর্ছনা ,দীর্ঘদিন পরে ছেলেটি আজ মেয়েটিকে ফোন করলো:

মেয়ে: হ্যালো…
ছেলে: ( ছেলেটি নীরব )
মেয়ে: কি হলো; চুপ করে আছেন কেনো?
ছেলে: কেমন আছো?
মেয়ে: কে আপনি?
ছেলে:  এতো তাড়াতাড়ি ভুলে গেলে?
মেয়ে: মানে?
ছেলে: চিনতে পারছো না?
মেয়ে: না…. কে আপনি?
ছেলে: থাক; তাহলে পরিচয়টা না দেওয়াই ভালো।
মেয়ে: ( মেয়েটি নীরব ) Heart touching Love Story in Bengali 
ছেলে: তবে কি জানো; একটা সময় তুমি আমার নিস্বাসের শব্দ শুনেই আমাকে চিনতে পড়তে।
মেয়ে: ওঃ তুমি 
ছেলে: যাক; চিনতে কষ্ট হলেও ঠিক চিনতে পেরেছো !
মেয়ে: বলো; বলো; কেন ফোন করেছো?
ছেলে: “সরি” বলার জন্য।
মেয়ে: সেটা নতুন করে বলার আর কোনো দরকার নেই। আমার যা বলার সেদিনই বলে দিয়েছে।
ছেলে: হ্যা বলেছিলে। কিন্তু আমি যে তোমার কথাগুলো এতো সহজে মেনে নিতে পারছি না। 
মেয়ে: দেখো; তাতে আমার কিছু করার নেই। 
ছেলে: সত্যি কি কিছু করার নেই? নাকি করতে চাও না?
মেয়ে: আমার কাছে কোন Option নেই। 
ছেলে: তুমি কি তার সাথে সুখী?
মেয়ে: হ্যাঃ অনেক সুখী। Heart touching Love Story in Bengali 
ছেলে: আচ্ছা ; আমার অপরাধটা কি ছিল?
মেয়ে: তোমার কোন অপরাধ নেই। আসলে তোমার সঙ্গে আমার ম্যাচিং হয় না। 
ছেলে: পৃথিবীতে তো কেউ পারফেক্ট না। ভালোবাসা মানেই তো তাকে ভালোবাসা দিয়ে নিজের মতো গড়ে তোলা। 
মেয়ে: হুম ; হবে হয়তো। 
ছেলে: আচ্ছা ; আমি কি এতটাই অযোগ্য ছিলাম?
মেয়ে: হ্যা 
ছেলে: জানো; আমার উপহারগুলো ছোট হলেও তার মাঝে থাকা ভালোবাসাগুলো অনেক বড়ো ছিলো। 
মেয়ে: সেটা তোমার কাছে হতে পারে; আমার কাছে না বুঝলে?
ছেলে: সব জেনেই তো ভালোবেসেলছিল; তাহলে কাঁদালে কেনো আমাকে?

Bangla Breakup Love Story

মেয়ে: ( মেয়েটি নীরব)ছেলে: কি হলো উত্তর দাও?
মেয়ে: দেখো আমি তোমার জন্য নই। প্লিজ আমাকে ভুলে যাও। 
ছেলে: তাহলে শুরুতে বলে দিতে ! আমি ফিরে যেতাম। 
মেয়ে: তখন তো আমি বুঝতে পারিনি। 
ছেলে: তোমার এই বুঝতে না পারাটাই যে আজ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। 
মেয়ে: স্যরি।


Download Image

ছেলে: স্যরি বলাটা খুব সহজ তাই না ?
মেয়ে: হুমম 
ছেলে: যাই হোক; তুমি চলে যাওয়ার কিছুদিন পরে একটা চাকরি পেয়েছি। শুরুতেই ৩৫ হাজার টাকা বেতন। 
মেয়ে: ও ভালো;  বেস্ট অফ লাক। 
ছেলে: আমার তো বাবা নেই শুধু মা আছেন; এই বেতনটা কি যথেষ্ট ছিলো না?
মেয়ে: ( মেয়েটি নীরব )
ছেলে: জানো ঘরটা যদি টিনেরও হয়; কিন্তু তাতে যদি ভালোবাসা থাকে তাহলে সেটা কোটি টাকার চেয়েও দামি। 
মেয়ে: হবে হয়তো !
ছেলে: যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে হয়তো তোমাকে দামি দামি উপহার দিয়ে সুখী করতে পারবে। কিন্তু মনের যে শান্তি সেটা দিতে পারবে না। 
মেয়ে: ( মেয়েটি নীরব ) Heart touching Love Story in Bengali 
ছেলে: আচ্ছা ; ভালো করেছো চলে গেছো। তুমি ছেড়ে না গেলে হয়তো বুঝতেই পারতাম না জীবনটা কি?
মেয়ে: শুনি কি বুঝেছো?
ছেলে: বুঝেছি ; এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি মূল্যহীন। 
মেয়ে: দেখো; এমনটা নয়। 
ছেলে: তুমি তো এমনটাই করেছো। জানো ; আজ আমার কাছে সব আছে শুধু তুমি নেই। 
মেয়ে: আমাকে দিয়ে কি করবে শুনি?
ছেলে: জানি না কি করবো ! আসলে টাকা দিয়ে তো জীবন চালাতে পারবো।
কিন্তু জীবনটা গোছাতে ভালোবাসা প্রয়োজন। 
আর তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিছু চাওয়ার ছিল না। 
মেয়ে: দেখো – অন্য্ কাউকে ভালোবাসো। 
ছেলে: হ্যাঁ বাসবো। তবে আর রিলেশন নয় ; একবারে বিয়ে।
তবে কি জানো আজ নিজেকে বড়ো অপরাধী মনে হচ্ছে। 
মেয়ে: কেনো? Heart touching Love Story in Bengali 
ছেলে: যাকে বিয়ে করবো তাকে এই ভালোবাসাটা দিতে পারবো না যে।
কিন্তু সে হয়তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে;
মনের মাঝে অনেক স্বপ্নের জাল বুনেছে।
অথচ সে জানতেই পারবে না যে এই মনটা আমি অন্য্ কাউকে দিয়ে রেখেছি। 

Bangla Emotional Love Story

মেয়ে: ( মেয়েটি নীরব )
ছেলে: আচ্ছা ; অনেকটা সময় নষ্ট করলাম তোমার।
এখন bye ; জাস্ট তোমাকে miss করছিলাম। তাই ফোন করলাম। 
আমার কি ভাগ্য দেখো; তোমাকে Unknown নাম্বার দিয়ে কল করতে হলো ;
তোমার কন্ঠটা শোনার জন্য। ভুল হলে ক্ষমা করে দিও। 
মেয়ে: এই শোনো !
ছেলে: হুমম ; বলো। 
মেয়ে: সে সুন্দরী মেয়ে পেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। 
ছেলে: কি বলছো তুমি? মোহো কেটে গেলে এমনই হয়। 
তবে কি জানো আমার ভালোবাসা মোহ ছিল না।
তাই ভুলিনি তোমাকে; ভুলতে পারিনি। তার ভালোবাসা হয়তো মোহো ছিল;
তাই সে তোমাকে ছেড়ে চলে গেছে। 
মেয়ে: দেখো ; তোমাকে বলতে চেয়েছিলাম কথাটা কিন্তু সাহস হয়নি বলার।
মনে হচ্ছিলো আমি আমাকে মানবে না। 
ছেলে: না মানার কিছুই নেই। আমি জানতাম এমন কিছু হবে।
এজন্য বার বার বলেছিলাম সময় – অবস্থান – পরিস্থিতি কখনো একরকম থাকে না।
 মেয়ে: হুমম  [Heart touching Love Story in Bengali]
ছেলে: bye
মেয়ে: শোনো না। 
ছেলে: বলো। 
মেয়ে: যদি ফিরে আসি আমাকে কি গ্রহণ করবে?
ছেলে: আগে যদি বলতে হয়তো মেনে নিতাম। একটা সুযোগ দিতাম। কিন্তু এখন আর পারবো না। 
মেয়ে: কিন্তু কেনো?
ছেলে: সামনে শুক্রবার আমার বিয়ে। মায়ের শরীর ভালো না। তাই মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। 
মেয়ে: ( মেয়েটি নীরব )
ছেলে: জীবন কতটা অদ্ভুত তাই না ? যখন তোমাকে চেয়েছি তখন তুমি অন্য্ কারো….আজ যখন তুমি আমাকে চাইছো তখন আমি অন্য্ কারো। 
মেয়ে: হুমম। 
ছেলে: আচ্ছা Bye ; আমার মতো তুমিও না হয় ভালো ছেলে দেখে বিয়ে করে নিও।
আর হ্যাঁ টাকা বা চেহারা দেখে নয়; মন দেখে বিয়ে করো…. তাহলে ভালো থাকতে পারবে….
মেয়ে: ( মেয়েটি নীরব ) Heart touching Love Story in Bengali
 ছেলে: Bye ; আর কোনোদিন ফোন করবো না তোমাকে।
কারণ ভালোবাসা এখন থেকে তাকে দেবো যার সাথে বাকিটা জীবন একসাথে কাটাতে হবে।
 মেয়ে: তোমরা অনেক ভালো থেকো। 
ছেলে: চেষ্টা করবো। তুমিও ভালো থেকো। 
মেয়ে: হুমম। 

আপনাদের সবাইকে ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য। আমাদের এই Heart touching Love Story in Bengali  টি ভালো লাগলে দয়াকরে প্রিয়জনদের সাথে Share করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ। Like Our Facebbok Page

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version