No1 Best Romantic Love Story in Bengali

Romantic Love Story in Bengali

Bangla Shayari – If you find Romantic Love Story in Bengali then you are in right place. Here you will get Bangla Romantic Love Story, Bangla Romantic Premer Golpo, New Romantic Love Story in Bengali, Romantic Bangla Golpo, Bangla Romantic Story, Romantic Story in Bengali, Bengali Romantic Golpo.


Romantic Love Story in Bengali


Bangla Shayari: নমস্কার বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছি। এই দুস্টু মিষ্টি প্রেমের গল্প টি দুটি কলেজ রত যুবক -যুবতীর অল্প অল্প প্রেমের গল্প। 
এই বাংলা প্রেমের গল্প গুলি ভালোলাগলে বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে অবশ্যই Share করবেন। 


Bangla Romantic Love Story


হটাৎ কে যেন পিছন থেকে ধাক্কা মারল আর আমি সোজা গিয়ে একটা মেয়ের উপরে পড়লাম। 

মেয়েঃ এই যে চোখে দেখতে পাও না ?
আমিঃ আপাতত তোমাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না।
মেয়েঃ ফাজলামি করো?
আমিঃ দেখো তুমি আমার বউও না আর বেয়ানও না তাহলে ফাজলামো করবো কেনো?
মেয়েঃ স্টুপিড একটা! [Romantic Love Story in Bengali]
আমিঃ হুমম ; আমার মা-ও তাই বলে।
মেয়েঃ অমন হাঁ করে কি দেখছো?
আমিঃ দেখছি না; ভাবছি।
মেয়েঃ মানে? কি-ভাবছো?
আমিঃ ভাবছি যে তুমি যখন ছোটো ছিলে তখন নিশ্চই হাফ-প্যান্ট পরতে ; তখন মনে দেখতে অনেক কিউট লাগতো !
মেয়েঃ ছিঃ অসভ্য কোথাকার !
আমিঃ হুম হুমম ; আমার বান্ধবীরাও তাই বলে।
মেয়েঃ উফঃ বিরক্তিকর।
আমিঃ আমার দিদিও তাই বলে।
মেয়েঃ ইসসসস তুমি যে কি না।


আমিঃ আমি কি? [Romantic Love Story in Bengali]
মেয়েঃ হারামি একটা।
আমিঃ হুম হুমম ; আমার বন্ধুরাও তাই বলে।
মেয়েঃ উফফ; ইডিয়ট একটা।
আমিঃ এই রে আমার কলেজের ম্যাডামও তাই বলে।
মেয়েঃ ধ্যাত; ফালতু একদম।
আমিঃ হুমমমমম জানি তো; অনেকেই বলে।
মেয়েঃ আচ্ছা; তোমাকে যে সবাই এসব কথা বলে তোমার গায়ে লাগে না ?
আমিঃ না না শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে?
মেয়েঃ ইসসসস; তোমাকে বলেনি এমন কোন কথা আছে?
আমিঃ হ্যাঁ; আছে তো।
মেয়েঃ কি সেটা? [Romantic Love Story in Bengali]
আমিঃ আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে রনি তুমি খুব ভালো ছেলে।
মেয়েঃ ও আচ্ছা ; তাহলে আমি বলছি; তুমি খুউউব ভালো ; লক্ষ্মী ছেলে।

কথাটা বলার সাথে সাথে মেয়েটার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলাম।


Bangla Romantic Premer Golpo


আমিঃ হারামজাদি; আমি যদি ভালো ছেলে হয়েই থাকি তাহলে শুধু শুধু এতক্ষন বকা দিলে কেনো?

মেয়েটা আর কিছু বললো না; চুপচাপ কিছুক্ষন দাঁড়িয়ে থেকে বেহুস হয়ে গেল।
আর আমি পকেটে হাত ঢুকিয়ে সোজা বাড়ি চলে আসলাম।
পরের দিন কলেজ থেকে ফেরার সময় আবার মেয়েটার সঙ্গে দেখা।


আমিঃ এই যে শুনছো?
মেয়েঃ না [Romantic Love Story in Bengali]
আমিঃ কেন কাল থাপ্পড় খেয়ে কানে শুনতে পাচ্ছো না নাকি?
মেয়েঃ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না ; আমি বয়রা। তোমার কোন সমস্যা ?
আমিঃ হ্যাঁ ; সমস্যাই তো।
মেয়েঃ কি সমস্যা?
আমিঃ আসলে আমি কিছু বলতে চাই। তোমাকে শুনতে হবে তো !
মেয়েঃ কি বলবে বলো; আমি শুনতে পাচ্ছি।

BF

Download Image


আমিঃ আমি তোমার BF হতে চাই…..
মেয়েঃ BF মানে কি?
আমিঃ BF মানে হল BEST Friend….
মেয়েঃ ইডিয়ট কোথাকার।
আমিঃ আজকেও শুরু করেল? ঝগড়ুটে মেয়ে কোথাকার….
মেয়েঃ তোমার মতো একটা চামচিকে আমার BF হতে পারে না….
আমিঃ কি আমি চামচিকে? শোনো তোমার মতো এমন নেশাখোর মেয়েও মার্ দরকার নেই….. বুঝলে?
মেয়েঃ আমি নেশাখোর? ওই আমি তোমার সাথে কখনো সিগারেট টানছিলাম?
আমিঃ না [Romantic Love Story in Bengali]
মেয়েঃ মদ খেয়েছি?
আমিঃ না
মেয়েঃ তাহলে আমাকে নেশাখোর বলছো কেন?
আমিঃ অরে আমি ভালো করেই এজনী মেয়েরা ওসবে অনেক পারদর্শী হয়। উদাহরণ স্বরূপ তুমিও একজন।
মেয়েঃ আচ্ছা; আর যদি কখনো এই নেশাখোরের সঙ্গে কথা বলতে এসেছো তো মেরে পা বেঁধে উল্টোকরে গাছের ডালে ঝুলিয়ে রাখবো।



New Romantic Love Story in Bengali


আমিঃ ওই আমি ছেলে বলে আমাকে দুর্বল ভেবেছো? আমিও তাঁর হাত-পা বেঁধে তোমাকে রকেটের সাথে লাগিয়ে মহাকাশে পাঠিয়ে দেবো….. তখন তোমার গুন্ডামি বেরিয়ে যাবে…..
মেয়েঃ আমিও তোমার চুলগুলো ধরে এমন এক আছাড় মরবো যে; আর কোনদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না।
আমিঃ গুন্ডি ঝগড়ুটে কোথাকার।
মেয়েঃ এবার কানের নিচে এমন একটা লাগাবো না !
আমিঃ এই তুমি মেয়ে হয়ে একটা ছেলের সাথে এভাবে কথা বলছো? ভয় করছে না তোমার?
মেয়েঃ তুমিও যে ১ টা ছেলে হয়ে ১ টা মেয়ের সাথে এভাবে কথা বলছো এতে তোমার লজ্জা করছে না?
আমিঃ শোনো আমি লজ্জা পেতে জানি না……


মেয়েঃ আচ্ছা; লজ্জা পেতে হবে না…. শুধু মেয়েদের সাথে কথা বলা ছেড়ে দিলেই হবে…..
আমিঃ হুম; দেবো…. তবে তুমি বাদে…..
মেয়েঃ হুমম ভালো; আর শোনো তোমকে যে কথাগুলো বললাম তার জন্য স্যরি।
আসলে কখনো কোন ছেলের সাথে ঝগড়া করিনি তো তাই তোমার সাথে একটু প্র্যাকটিস করলাম।
আমিঃ হুমম; ঠিক আছে।
মেয়েঃ আর হ্যাঁ আমি তোমার ওই BF মানে Best Friend হতে রাজি….. কিন্তু GF নাও হতে পারি….
আমিঃ GF মানে আবার কি?


মেয়েঃ GirlFriend [Romantic Love Story in Bengali]
আমিঃ হুমম তোমার ইচ্ছে না হলে আমিও কখনো জোর করবো না। শুধু BF হয়ে ঝগড়া করলেই আমি অনেক Happy ….
মেয়েঃ হি হি হি আচ্ছা ; আজ bye কাল দেখা হবে।
আমিঃ কাল কিন্তু ঝগড়াটা ওখান থেকেই শুরু করবো ওকে?
মেয়েঃ ঠিক আছে ; bye
আমিঃ কালকের জন্য অগ্রিম hi রইলো…. আর আজকের জন্য bye …
মেয়েঃ পাগল একটা।


আসলে কিছু কিছু বন্ধুত্বের শুরুটা এমন দুস্টু মিষ্টি কথা থেকেই হয়ে থাকে। আর পরে সারাটা জীবন তারা হাতে হাত রেখে পাশাপাশি পথ চলে।

আপনাদের সবাইকে ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য। আমাদের এই Bangla Romantic Premer Golpo গুলি ভালো লাগলে দয়াকরে প্রিয়জনদের সাথে Share করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ। Like Our Facebbok Page

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *