Bangla Shayari: If you find Sad Shayari in Bengali then you are in right place. Here you will find Sad Shayari Bengali in Bengali Font, Sad Shayari Bengali Dp, Bengali Sad Shayari Lyrics, Bangla Sad Shayari photo, Bengali Sad Shayari SMS, Bengali Sad Shayari Status etc.
Table of Contents
Sad Shayari Bengali For Gf & Bf
Bangla Shayari:- নমস্কার বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের প্রিয় মানুষটির ৪৫+ Sad Shayari in Bengali (বাংলা কষ্টের শায়ারি) নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
বাংলা শায়ারি (Bangla Shayari) গুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Share করে আপনাদের ভালোবাসা www.banglashayari.in কে দেবেন।
Sad Shayari Bengali in Bengali Font
একজন ভালোবাসার মানুষ জীবনে খুবই প্রয়োজন। যে আমাদের সঙ্গে হাঁসবে, আমাদের সঙ্গে কাঁদবে কিন্তু ভালোবাসার মানুষ সবাই খুঁজে পায় না। তবে এমন সময় আসে যখন ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যায়। সেই মুহূর্তে একজন প্রেমিক – প্রেমিকার মনের কিছু কথা আমরা Sad Shayari Bengali আকারে তোমাদের সমানে প্রস্তুত করলাম।
[1.] ব্যথা আমার জীবন সাথী, কষ্ট আমার আল্পনা।দুঃখে আমি নিত্য কাঁদি, হৃদয় ভরা যন্ত্রনা, দুঃখ আমার প্রথম দুঃখ আমার শেষ। [2.] সুর হারা বাঁশি বাজে নাতো আর, সাথী বিনা এ জীবন শূন্য আমার।। [3.] ভালোবাসা নিয়ে তুমি করলে কেন খেলা… এভাবে ভুলবে যখন করলে কেন খেলা ।। [4.] নিরাশার আঁধারে ডুবে থাকে এ মন, জানিনা এ শূন্যতা কিসের কারন। কেন এত বিষন্নতা আমাকে ঘিরে রাখে, কিভাবে বলো ভুলে থাকি তোমাকে। [5.] কখন থেকে বসে আছি আসবে তুমি বলে… কথা দিয়ে আমায় কি? গেছিলে ভুলে ।। [6.] বন্ধু অনেক পাওয়া যায় সাথী হয় কয়জন… বাসতে পারে ভালো সবাই দিতে পারে না মন ।। [7.] যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করি। আর, সে সময় মতো বুঝিয়ে দিয়ে যায় আমি সত্যি অন্ধ ছিলাম। [8.] এমনি ভাবে কাছে থেকো দূরে যেও না… তোমায় নিয়ে গড়া মন ভেঙে দিও না ।। [9.] তোমার আমার অনেক কথা বলার ছিল রাতে… চিরটাকাল এমন করে থাকবে কি আমার সাথে । [10.] অবুঝ মন শুধু বসে বসে কাঁদে, মিথ্যে ভালোবাসায় পরে যায় লোকের ফাঁদে। মন আজ মনের কথা শোনেনা , কি যে চায় মন নিজেও তা বোঝেনা। [11.] সুরে সুরে তোমায় আমি করেছি সুরোকনা… সুরের তার ছিড়ে দেবে নাতো বেদনা । [12.] প্রেমের নেশায় ঢুলু ঢুলু আমার দুটো আঁখি… যাচ্ছো কেন সজনী রাত আরও বাকি । [13.] হাঁসি মুখে কথা বলি, সবার সাথে মিশে চলি। দুঃখ পেলে গোপন রাখি, আর সবাই ভাবে আমি সুখী। [14.] তোমায় আমি অনেক ভালোবাসি বলেছি বহুবার… আমার যদি না হবে বলো হবে তবে কার । [15.] যা না পেয়ে আমি আজ এসেছি জলসায়… ভুলবো বলে খেয়েছি মেখেছি আতর গায় । [16.] একদিন আমাকে বুঝবে তুমি, যেদিন আমি থাকবো না। একদিন আমায় খুঁজবে তুমি, সেদিন আমি থাকবো না। [17.] মেয়েদের মন যায়না বোঝা বড় আঁকা বাঁকা। কাকে কখন আপন করে বানায় মনের রাজা। [18.] তোমার নামের মালা জপি আমি প্রেম যোগী… স্বর্গ সুখ লাভ হয় তোমায় যখন দেখি । [19.] ছিড়ে ফেলেছি আমি ডায়রির পাতা, সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা। ছিড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা। [20.] ভালো যদি না বসবে তবে কেন দিলে আশা… ব্যথা ভরা বুকে আর বলার মতো নেই ভাষা ।Sad Shayari Bengali SMS
এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের কাছে সময়ের অভাবের কারনে আমরা মনের অনুভূতিগুলি প্রিয়জনের কাছে ঠিক মতো বলতে পারিনা। সে কারনে অনেক সময় প্রিয় মানুষটিকে আমরা হারিয়ে ফেলি। কিন্তু একটা ছোট্ট SMS বা একটি Kaster Bangla Shayari -এর মাধ্যমে আমরা সেই দূরত্বটা দূর করতে পারি।
[21.] ও মোর প্রেয়সী দাও না কেন দেখা… তোমারে না দেখিয়া মম হৃদয়ে ব্যাকুলতা । [22.] একটা আকাশে অনেক তারা, একটা জীবন দুঃখে ভরা। অনেক রকমের প্রেমের ভুল, ভুলের জন্য জীবন দিবো, তবুও আমি তোমারই রবো। [22.] আমার মতো ছেলে তুমি পাবে কোন খানে… তুমি যে দ্রৌপদী সবাই তা জানে । [23.] মেয়েদের মন বোঝা বড় দায়… এদিকে তাকিয়ে অন্য্ দিকে চায় । [24.] তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়, তাহলে ভুলে যেতে আমি রাজি। ভুলতে হয়তো পারবো না, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো। [25.] তোমার কাছে গিয়েছিলাম…. নিয়ে বড়ো আশা… যদি পাই তোমার একটু হৃদয়ের ভালোবাসা । [26.] এমন তুমি করছো ঢং যেন আমায় চেন না । সেধে যাব তোমার কাছে সেটা তুমি ভেব না । [27.] দুঃখ আছে মনে মনে বলবো আমি কার সনে, শোনার মতো মানুষ নাই। নিজের কষ্ট নিজেই পাই, যেদিন পাবো তার দেখা বলবো সব মনের কথা। [28.] চাঁদের মতো মুখ দেখেছি আমি একবার । আপন শাখায় ফুল হয়ে তোমায় চায় মন আমার । [29.] গাছে ফুল জানি ফোটে না সব সময়। সেই ফুল হলে নাকি বলতো আমায়।। [30.] চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো…আমিও তেমনি একজনকে ভালোবাসি। তোমার ভালোবাসা যেমন কেউ বোঝেনা… তেমনি আমার ভালোবাসা সে বোঝেনা। [31.] অনেক দিন হয়ে গেল দেখিনা তোমার মিষ্টি মুখ… একটু তোমায় দেখলে আমার মনে আসে স্বর্গ সুখ [32.] চাইনা তোমায়, পাখির খাঁচায় আটকে আমি রাখতে… স্বাধীনতা পেয়ে তুমি, বসেছো কেন আমায় ভুলতে [33.] ভালোবাসা স্বপ্ননীল আকাশের মতো সত্য …শিশির ভেজা আকাশের পবিত্র। কিন্তু, সময়ের কাছে পরাজিত… আর, বাস্তবতার কাছে অবহেলিত। [34.] কতক্ষন এমনভাবে, খেলবে তুমি লুকোচুরি এসোনা পাশে আমার কাছে, সয়না যে আর দেরি। [35.] ভুলিনীগো যেন তোমায় আমি কখনো… সবার আগে তোমার নাম মনে পরে এখনো [36.] ফুল যদি পারে ভালোবাসা শেখাতে… চাঁদ যদি পারে রাতকে জাগাতে…মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে… তুমি কি পারবেনা আমাকে একটু ভালোবাসতে। [37.] ভাবলে বলো কি করে আমায় বাজে ছেলে…যেতাম চলে আগেই আমি তোমায় একা ফেলে…. [38.] প্রেম নদীয়ার কৃষ্ণ যেমন রাধার সাথে করতো লীলা আমায় তুমি কৃষ্ণ ভেবে রাধা হয়ে পড়াও মালা [39.] জীবনের একটা সুন্দর স্বপ্ন ছিল… শুরু না হতেই ভেঙে গেল। একটা আশার প্রদীপ ছিল… জ্বলতেই গিয়েই নিভে গেল…একটা প্রিয় মানুষ ছিল… পাওয়ার আগেই হারিয়ে গেল… [40.] মিলন যদি না হয় এই জীবনে মোদের…জন্ম নিয়ে এসব মোরা প্রেম নদিয়ায় ফের…Sad Shayari Bengali Status
প্রিয় বন্ধুগন Sad Shayari Bengali Stutus গুলি তোমরা যেকোন সোশ্যাল মিডিয়া যেমনঃ Facebook, Whatsapp, Twitter -a Status হিসাবে ব্যবহার করতে পারো।
[41.] আমি আজ বসে আছি, শুধু পথ চেয়ে … সুন্দর দিগন্তে …. শুধু এল ছোয়া ….আজও আছি একলা বসে …!শুধু সেই শুভক্ষনে … শুভ প্রতীক্ষায় …! আজও ভালোবাসি তোমায় … শুধু তোমায় !!
কিন্তু তোমায় পাবোনা জেনেও তোমায় ভালোবাসি। [47] তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে… কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সঙ্গে কাঁদবেনা। মানুষকে কাঁদতে হয় একা একা…
আমাদের এই বাংলা শায়ারি – Bangla sad Shayari গুলি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই Bangla Shayari গুলি সম্পর্কিত কোন মতামত বা অভিযোগ থাকলে Comment করে অবশ্যই জানানোর অনুরোধ রইলো। এই Bangla Shayari গুলি পড়ে ভালো লাগালে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই Share করুন। অশেষ ধন্যবাদ। Like Our Facebbok Page